কলকাতার দর্শকদের লেটারমার্কস দিলেন দুই তারকা

কলকাতার দর্শকদের লেটারমার্কস দিলেন দুই তারকা

কলকাতার দর্শকদের লেটারমার্কস দিলেন দুই তারকাদিল্লির দুই ক্রিকেট তারকার কাছে বড় প্রশংসা পেলেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা। দিল্লির দুই ছেলেই এখন কলকাতার ক্রিকেটপ্রেমে মশগুল।

কলকাতার দর্শকরাই সেরা। এমনটাই মানছেন নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর। তিনি বলেন, এর আগে আইপিএলে দিল্লি হয়ে খেললেও এরকম সমর্থন কখনই পাননি। তাঁর মতে কলকাতার দর্শকদের মধ্যে দলের প্রতি একটা আনুগত্য আছে। এই আনুগত্য অন্য কোথাও পাওয়া যায় না।

নাইট অধিনায়ক বলেন, মাঠে প্রবেশ করার সময় সত্তর হাজার দর্শকের চিত্কার তাদেরকে অনুপ্রাণিত করে। তাঁর মতে এই সমর্থন বিপক্ষ দলকেও বেশ চাপে ফেলে দেয়। এটা তাদের ম্যাচে কিছুটা বাড়তি সুবিধা পাইয়ে দেয় বলে নাইট অধিনায়কের ধারনা । এই সুবিধা গতবারের মত এবারও কাজে লাগাতে মরিয়া গম্ভীররা।

অন্যদিকে চোটের কারণে ইডেনে উদ্বোধনী ম্যাচে খেলতে না পারা দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক বীরেন্দ্র সেওয়াগও কলকাতার দর্শকদের কুর্নিশ জানালেন। সেওয়াগ বললেন, দিল্লির দর্শকের চেয়ে কলকাতার দর্শকরা অনেক বেশি আন্তরিক।

First Published: Thursday, April 4, 2013, 18:49


comments powered by Disqus