Last Updated: October 28, 2011 21:56

ভারতীয় ক্রিকেটের `এলিজিবল ব্যাচেলর` গৌতম গম্ভীর তাঁর ব্যাচেলরহুড ছেড়ে বিয়ে করলেন দীর্ঘদিনের বাগদত্তা নাতাশা জৈনকে। `ডি-ডে`র ঠিক আগের দিন, কন্যাপক্ষের বাড়িতে হয়ে গেছে `মেহেন্দি` আর `সঙ্গীত`। আর আজ বিকেল ৫টা নাগাদ দিল্লি-গুরগাঁও রোডে ওয়েস্টএন্ড ফার্মসে সাতপাকে বাঁধা পড়লেন গৌতম-নাতাশা। ফ্যাশন ডিজাইনার শান্তনু-নিখিলের পোশাক পড়েছিলেন গৌতম। নাতাশাকে দেখা গিয়েছে তরুণ তাহিলিয়ানির ব্রাইডাল কালেকশনে। সীমিত নিমন্ত্রিতদের মধ্যে বিসিসিআইয়ের কিছু কর্তা ছাড়াও সচিন তেন্ডুলকর এবং শাহরুখ খান উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। বিয়ের পর গৌতম-নাতাশা মিডিয়ার মুখোমুখি
এসেছিলেন ৪৫ মিনিটের জন্য।
First Published: Friday, October 28, 2011, 21:56