ধোনির পাশে গাভাসকর, আজহারউদ্দিন

ধোনির পাশে গাভাসকর, আজহারউদ্দিন

ধোনির পাশে গাভাসকর, আজহারউদ্দিনভারতীয় দলের অধিনায়কের পদে মহেন্দ্র সিং ধোনিই এই মুহূর্তে যোগ্য ব্যক্তি। এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। তাঁর মতে, টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হারের জন্য ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াটা ভুল হবে। একটা বা দুটো সিরিজে খারাপ পারফরম্যান্স হতেই পারে। সেক্ষেত্রে ব্যর্থতার কার খতিয়ে দেখতে হবে ভারতীয় বোর্ডকে। ধোনিকেও ভাবতে হবে। তবে ধোনি যখন নিজে ইঙ্গিত দিয়েছেন ২০১৩ পর্যন্ত টেস্ট খেলতে চান তখন সেই সময় পর্যন্ত বোর্ডের অপেক্ষা করা উচিত। এর মধ্যে যোগ্য কোনও নেতাকেও বিসিসিআই খুঁজে নিতে পারবে বলেও মনে করছেন গাভাসকর।

সানির মতো ধোনির পাশে দাঁড়িয়েছেন আর এক প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনিও মনে করেন, ধোনিকে অধিনায়কের পদ থেকে সরানো উচিত নয়।

First Published: Wednesday, February 1, 2012, 21:43


comments powered by Disqus