Last Updated: February 10, 2014 11:24

সুপ্রিমকোর্ট ৩৭৭ ধারা বহাল রাখার নির্দেশ দিয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে। ফের একবার ৩৭৭-এর অশনি সঙ্কতের বিরুদ্ধে দেশ জুড়ে গর্জে উঠেছিলেন সমকামী, উভকামী, রূপান্তরকামী মানুষেরা। সঙ্গে ছিলেন বহু বিষমকামী মানুষেরাও। এখনও অব্যাহত সেই আন্দোলনের ধারা। প্রতিবাদের সঙ্গে সঙ্গে কিন্তু আতঙ্কিতও হয়েছিলেন `ভিন্ন` যৌনতার মানুষেরা। আরও একবার আইনের হাত ধরে যৌন হেনস্থার আতঙ্কে কেঁপে উঠেছিলেন তাঁরা। আর সেই আতঙ্ককেই সত্যি প্রমাণিত করল রবিবার সকালের আহমেদাবাদের রাজপথ। এক সমকামী তরুণকে ধর্ষণ করল দুই আইনরক্ষক। অভিযোগ শুধু যৌন নির্যাতনই নয় নরেন্দ্র মোদীর রাজ্যের ওই দুই পুলিসকর্মী প্রচন্ড মারধরও করে ওই যুবককে।
এই ঘটনায় নিগৃহীত সমকামী যুবক তরুণ এতটাই আতঙ্কিত ও আশাহত এই পুলিসের কাছে কোনও অভিযোগ যানাতেও রাজি হননি তিনি। একটি টিভি চ্যানেলে তিনি জানিয়েছেন ``পুলিসের কাছে গেলে কোনও উপকারই পাব না, বরং পরিস্থিতি আরও দূর্বিসহ হয়ে উঠবে। আমার আর মায়ের জন্য আরও সমস্যা তৈরি হবে। আমি কোনও পুলিসি মামলা দায়ের করতে চাই না।``
বছর ২৩-এর ওই সমকামী যুবকের কথা অনুযায়ী, রবিবার ভোরে গাড়ি নিয়ে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে তাঁর গাড়ি থামান অভিযুক্ত দুই পুলিসকর্মী। তারা ওই তরুণের কাছে গাড়ির কাগজপত্র ও যুবকের পরিচয়পত্র দেখতে চায়। গাড়ির কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতেই হঠাৎ হাতে পাওয়া একটা কাগজের টুকরো দেখে তারা জানতে পারে ডিসেম্বরে সমকামীদের মিছিলে অংশগ্রহণ করেছিলেন ওই তরুণ।
যখন নিহৃহীত তরুণ পুলিসকর্মীদের জানান তিনি সমকামী, অভিযোগ তখনই ওই দুই পুলিসকর্মী নির্বিচারে পেটাতে শুরু করেন তাঁকে। শুধু তাতেই ক্ষান্ত না থেকে ধর্ষণ করে তাঁকে। ওই তরুণের পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছে এই অমানবিক অত্যাচারের গলে।
তবে এই ঘটনা নাকি নতুন কিছু না। ওই তরুণের অভিযোগ সমকামী পুরুষদের নিয়মিত হেনস্থা করে থাকে আহমেদাবাদের পুলিসবাহিনী। প্রায়শয়ই সমকামীরা পুলিসদের যৌন নির্যাতনের শিকার হন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর স্বপ্নের শহর আহমেদাবাদে।
First Published: Monday, February 10, 2014, 11:24