Last Updated: February 8, 2013 17:00

ফের অর্থনীতিতে ধাক্কা খাওয়ার আশঙ্কা। ২০১২-১৩ আর্থিক বছরে মোট জাতীয় উৎপাদন ৫ শতাংশে দাঁড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সেন্ট্রাল স্টাটিস্টিক্যাল অর্গানাইজেশনের (সিএসও) বিশেষজ্ঞরা। বৃদ্ধির সূচক হিসেবে গত ১০ বছরের নিরিখে যা সব থেকে কম। গত আর্থিক বছরে বৃদ্ধির হার ছিল ৬.২ শতাংশ।
কৃষি, উত্পাদন এবং পরিষেবা ক্ষেত্রে হতাশাজনক ফলের জন্যই বৃদ্ধির হার এতোটা কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ভেঙে পড়তে রাজি নয় অর্থমন্ত্রক। কয়েকটি ক্ষেত্রে উন্নতির আশা করছে অর্থ মন্ত্রক। সে জন্য বছরের শেষে সার্বিকভাবে হার কিছুটা হলেও বাড়তে পারে বলে তাঁদের দাবি।
পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে অর্থ মন্ত্রকের তরফে।
First Published: Friday, February 8, 2013, 17:00