Last Updated: August 16, 2012 18:55

গীতিকা শর্মা আত্মহত্যা মামলায় হরিয়ানার পদত্যাগী মন্ত্রী গোপাল কান্ডার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করল দিল্লির এক আদালত। এমডিএলআর বিমানসংস্থা এয়ার হোস্টেস গীতিকা শর্মাকে আত্মহত্যার প্ররোচনার দায়ে মামলা করা হয় কান্ডার বিরুদ্ধে।
তবে, গোপাল কান্ডার সহযোগী অরুণা চাড্ডা গ্রেফতার হওয়ার পর থেকেই গত ১০ দিন ধরে গা ঢাকা দিয়েছেন গোপাল কান্ডা। গীতিকা শর্মার সুইসাইড নোটে দু`জনেরই নাম উল্লেখ করা আছে।
প্রসঙ্গত, গত ৯ অগাস্ট ঘটনার `গুরুত্ব` বিবেচনা করে নিম্ন আদালত কান্ডার জামিনের আবেদন খারিজ করে দেয়। নিম্ন আদালতের আশঙ্কা, অভিযুক্তের জামিন তদন্তে প্রভাব ফেলতে পারে।
দিল্লি পুলিস গোপাল কান্ডাকে পলাতক বলে ঘোষণা করেছে। তবে গোপাল কাণ্ডা এখনও পলাতক। আদালতের নির্দেশে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিস।
অগাস্টের ৫ তারিখ এমডিএলআর এয়ারলাইন্সের বিমানসেবিকা গীতিকা শর্মা দিল্লির অশোক বিহারে নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হন। সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য হরিয়ানার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা এমডিএলআর বিমানসংস্থার মালিক গোপাল কান্ডাকে দায়ী করেছিলেন তিনি। অভিযোগ ওঠে মানসিক নির্যাতনের। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে কান্ডার ওপর হরিয়ানা মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার জন্য চাপ বাড়ছিল। স্বরাষ্ট্র দফতর ছাড়া নগরোন্নয়ন এবং শিল্প-বাণিজ্য দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। রবিবার রাতে নিজের ইস্তফাপত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন কান্ডা।
First Published: Thursday, August 16, 2012, 18:55