Last Updated: November 17, 2011 20:50

ভারতের বিরুদ্ধে পাঁচটি একদিনের সিরিজের দলেও জায়গা হল না ওপেনার ক্রিস গেইলের। বোর্ডের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায়,বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলেননি ক্যারিবিয়ান ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের একদিনের দলে নতুন মুখ হিসাবে জায়গা পেয়েছেন জ্যাসন মহম্মদ আর সুনীল নারায়ন। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি খেলাটি কটকে।
First Published: Thursday, November 17, 2011, 20:52