Last Updated: May 17, 2014 09:45

১৯টি জেলার মধ্যে ১৬টি জেলাতেই নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করল তৃণমূল কংগ্রেস। তবে রাজ্যের শাসক দলকে খালি হাতে ফিরতে হল মালদা,মুর্শিদাবাদ,দার্জিলিং থেকে। গোটা দেশে ভরাডুবির মাঝে গণি ম্যাজিকে ভর করে মালদায় দুরন্ত ফল কংগ্রেসের। থাকল রাজ্যের জেলাভিত্তিক ফল এক নজরে--

২০০৯ লোকসভায় এ রাজ্যে জেলাভিত্তিক ফলাফল এক নজরে
First Published: Saturday, May 17, 2014, 09:47