General Elections 2014 LIVE: 7 seats in 4 states vote in phase 4 of Lok Sabha polls

আজ চতুর্থদফা, ভোট হচ্ছে ৪ রাজ্যের ৭টি আসনে

আজ চতুর্থদফা, ভোট হচ্ছে ৪ রাজ্যের ৭টি আসনেলোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আজ অসম, সিকিম, ত্রিপুরা এবং গোয়ায় ভোটগ্রহণ। অসমের করিমগঞ্জ, শিলচর এবং স্বায়ত্তশাসিত জেলা এই তিনটি আসনে ভোটগ্রহণ চলছে।

কার্বি-আংলং এবং ডিমা হাসাও নিয়ে তৈরি স্বায়ত্তশাসিত জেলায় বনধের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। ফলে যে কোনও রকমের জঙ্গি নাশকতা ঠেকাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরা পূর্ব কেন্দ্রেও চলছে ভোটগ্রহণ। এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী জীতেন্দ্র চৌধুরী।

এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১১লক্ষ ৪৮ হাজার ৭৬৫। সিকিমের একমাত্র লোকসভা কেন্দ্রের পাশাপাশি সিকিম বিধানসভার বত্রিশটি আসনেও চলছে ভোটদানপর্ব। গোয়ায় দুটি লোকসভা কেন্দ্র উত্তর গোয়া এবং দক্ষিণ গোয়াতেও ভোটগ্রহণ চলছে। দক্ষিণ গোয়া আসনে তৃণমূলের টিকিটে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমায়ো।

First Published: Saturday, April 12, 2014, 12:17


comments powered by Disqus