জার্মান বেকারি বিস্ফোরণ কাণ্ড: কলকাতা পুলিসের জালে অন্যতম অভিযুক্ত জাহিদ হোসেন

জার্মান বেকারি বিস্ফোরণ কাণ্ড: কলকাতা পুলিসের জালে অন্যতম অভিযুক্ত জাহিদ হোসেন

জার্মান বেকারি বিস্ফোরণ কাণ্ড: কলকাতা পুলিসের জালে অন্যতম অভিযুক্ত জাহিদ হোসেনবড়সড় সাফল্য পেল কলকাতা পুলিস। পুনের জার্মান বেকারি বিস্ফোরণকাণ্ডের অন্যতম সন্দেহভাজনকে গ্রেফতার করল কলকাতা পুলিসের STF. কলকাতা স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে জাহিদ হোসেনকে। ইন্ডিয়ান মুজাহিদিনের শীর্ষনেতা ইয়াসিন ভটকলের ঘনিষ্ট ছিল বলেই গোয়েন্দাদের অনুমান। আজ ধৃত জাহিদ হোসেনকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে।

১৩ ফেব্রুয়ারি ২০১০। ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে পুনের জার্মান বেকারি। ঘটনায় মৃত্যু হয় সতেরোজনের। কোন জঙ্গি গোষ্ঠীর হাত ছিল এই বিস্ফোরণের পিছনে। তদন্তে নেমে এনআইএ ক্রমশ জানতে পারে পিছনে ছিল ইন্ডিয়ান মুজাহিদিন। আর মাস্টারপ্ল্যান ছিল আইএম শীর্ষনেতা ইয়াসিন ভটকলের। মেলে কলকাতা কানেকশনের সূত্রও। আর সেই সূত্র ধরেই গতবছর কলকাতাতেই ধরা পড়ে ভটকল। এবার তাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই জার্মান বেকারি বিস্ফোরণকাণ্ডে অন্যতম এক অভিযুক্তকে ধরে ফেলল কলকাতা পুলিস। নাম জাহিদ হোসেন। বাংলাদেশ সীমান্ত থেকে ট্রেনে শিয়ালদা নেমেছিল জাহিদ। NIA-র দেওয়া তথ্যের ভিত্তিতে গোটা পথটাই তাকে অনুসরণ করে গিয়েছিল কলকাতা পুলিস। শিয়ালদা থেকে বাসে কলকাতা স্টেশন পৌছতেই জাহিদকে ঘিরে ফেলে পুলিস। ঠিক কী অভিযোগ রয়েছে জাহিদের বিরুদ্ধে। পুলিস সূত্রে খবর, জার্মান বেকারি বিস্ফোরণ ব্যবহৃত বিস্ফোরক বাংলাদেশ থেকে কলকাতায় ভটকলের ডেরা পর্যন্ত পৌছে দেওয়ার কাজটা করেছিল জাহিদ। আগে ছিল সিমি-র সদস্য। সেই সূত্র ধরেই পরিচয় জঙ্গি নেতা আবদুল করিম টুন্ডার সঙ্গে। এরপর আস্তে আস্তে জাহিদ চলে আসে ইন্ডিয়ান মুজাহিদিনে। হয়ে ওঠে ভটকলের অন্যতম বিশ্বাসভাজন।

First Published: Thursday, July 3, 2014, 09:47


comments powered by Disqus