ভূতের ভয়ে ঘরবন্দি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ

ভূতের ভয়ে ঘরবন্দি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ

ভূতের ভয়ে ঘরবন্দি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার মানুষগলাচিপা ভূত। এই ভূতের আতঙ্কেই ঘরবন্দি পশ্চিম মেদিনীপুরের শালবনি, জিতুশোল, নেদাবহরা সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের বক্তব্য, মহিলারা বাইরে বেরোলেই তাদের গলা টিপে ঘাড় মটকে দিচ্ছে অশরীরী আত্মা। অনেকের অভিযোগ, গলা টিপে অজ্ঞান করে তাঁদের ধর্ষণও করা হচ্ছে।

বেশিরভাগ ক্ষেত্রে মহুয়া ফুল কুড়োতে গিয়ে একা পড়ে গেলেই হচ্ছে এমন হামলা। কেউ বলছেন, ওই ভূতটা বেঁটে, কালো, বড় নখ রয়েছে। কারও বক্তব্য, ফর্সা, লম্বা। সব মিলিয়ে ভূতের ভয়ে গ্রামবাসীদের জীবনধারণই মুশকিল হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে তাঁরা পুলিসের কাছে ইতিমধ্যে অভিযোগ জমা পড়েছে। পুলিসের বক্তব্য, বিষয়টি উদ্বেগজনক। তাঁদের মতে, মাওবাদীরা ফের জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকতে পারে। স্থানীয় বাসিন্দাদের জঙ্গলে যাতায়াত বন্ধ করতেই ভয় দেখানো হচ্ছে মনে করছে পুলিস। আবার ছিনতাইয়ের উদ্দেশ্যেও ভয় দেখানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আসল ঘটনা খুঁজে বের করতে তদন্ত নেমেছে পুলিস।






First Published: Monday, April 2, 2012, 13:52


comments powered by Disqus