Last Updated: July 7, 2012 15:07

বয়স মাত্র ৩ দিন। কিন্তু এর মধ্যেই বেলজিয়ামের বিখ্যাত প্ল্যাকেনডায়েল চিড়িয়াখানার সবচেয়ে নজরকাড়া বাসিন্দা সে-ই। গত দু`দিন ধরে এই জিরাফ শাবককে দেখতে চিড়িয়াখানায় মানুষের ঢল নেমেছে। চিড়িয়াখানার কর্মীরা আদর করে তার নাম রেখেছেন নডেল, বাংলায় যার অর্থ দুষ্টু। ইতিমধ্যেই নাকি নামকরণের স্বার্থকতাও প্রমাণ করে দিয়েছে ছোট্ট নডেল। অনেক জোড়া কৌতুহলী চোখের সামনে তাকে অবশ্য দেখা গেছে, মা বার্বির সঙ্গে সঙ্গেই ঘুরতে। তবে চিড়িয়াখানার কর্মীরা জানাচ্ছেন, দুদিনেই চিড়িয়াখানার কর্মীদের সঙ্গে ভাব জমাতে বেশ উত্সাহ দেখা গেছে নডেলের।
First Published: Saturday, July 7, 2012, 15:07