প্যারলিম্পিকসে ভারতকে প্রথম পদক এনে দিলেন গিরীশা

প্যারলিম্পিকসে ভারতকে প্রথম পদক এনে দিলেন গিরীশা

প্যারলিম্পিকসে ভারতকে প্রথম পদক এনে দিলেন গিরীশালন্ডন অলিম্পিকে অ্যাথলেটিক্সে ভারতীয়রা কোনও পদক পাননি। প্যারলিম্পিকসে সেটা হল। কর্নাটকের গিরীশা হোসআনাগারা নাগারাজেগোয়াড়ার লন্ডন প্যারলিম্পিকসে ভারতকে প্রথম পদক এনে দিলেন। পুরুষদের হাই জাম্প এফ ৪২ বিভাগে রুপো জিতলেন গিরীশা। আশি হাজার দর্শকের সামনে ১.৭৪ মিটার লাফিয়ে অল্পের জন্য সোনা হাতছাড়া করলেন গিরিশা। ফিজির প্যারাঅ্যাথলিট লিয়েসা দেলানাও গিরিশার মতই একই দূরত্ব লাফিয়ে ছিলেন, কিন্তু কম প্রয়াসে সেই দূরত্ব অতিক্রম করায় গিরিশাকে টপকে সোনা জেতেন লিয়েসা।

প্যারলিম্পিকসের ইতিহাসে এটি ভারতের অষ্টম পদক। বেজিং প্যারলিম্পিকসে ভারতীয়রা কোনও পদক জেতেননি। এবারের প্যারলিম্পিকসে দশজন ভারতীয় অংশ নিয়েছেন।  

গিরীশার বাঁ পা'টি অকেজো। ডান পায়ের তুলনায় কিঞ্চিত ছোটও। চব্বিশ বছরের গিরীশা তাতে দমে না গিয়ে অ্যাথলিট হতে চেয়েছিলেন। আর বেছে নিয়েছিলেন হাই জাম্পকে। সেই হাই জাম্পেই দেশকে বিশ্ব দরবারে তুলে ধরলেন গিরীশা।






First Published: Tuesday, September 4, 2012, 13:33


comments powered by Disqus