তরুণীকে ব্লেড দিয়ে হামলা, ধৃত ১

তরুণীকে ব্লেড দিয়ে হামলা, ধৃত ১

তরুণীকে ব্লেড দিয়ে হামলা, ধৃত ১ভ্যালেন্টাইন`স ডে-তেই পরিচিত এক তরুণীকে ব্লেড দিয়ে আঘাত করে পুলিসের হাতে ধরা পড়ল এক তরুণ। ঘটনাটি ঘটেছে ই এম বাইপাস সংলগ্ন কালিকাপুরে।

মঙ্গলবার সকালে কাজে যাচ্ছিলেন রঞ্জিত বারিকের পরিচিত এই তরুণী। কালিকাপুরের কাছে অটোয় ওঠার সময় আচমকাই রঞ্জিত তাঁকে আঘাত করে বলে অভিযোগ। চিত্‍কার, চেঁচামেচিতে আশপাশের লোক জড়ো হয়ে যায়। গড়ফা থানার পুলিস রঞ্জিতকে গ্রেফতার করে।

পুলিসকে রঞ্জিত জানিয়েছে ওই তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু পরে ওই তরুণী আর তার সঙ্গে সম্পর্ক রাখেননি। যদিও ওই তরুণীর দাবি, রঞ্জিত তাঁর পরিচিত। কিন্তু তাঁদের মধ্যে কোনও রকম সম্পর্ক ছিল না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

First Published: Tuesday, February 14, 2012, 20:00


comments powered by Disqus