Last Updated: January 30, 2014 20:19

দুই বাড়ির সীমানা সংক্রান্ত বিবাদ। তার জেরে প্রতিবেশির মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা হল। আলিপুরদুয়ারের ফালাকাটায় ঘটনাটি ঘটেছে।
কুঞ্জনগর দুই নম্বর কলোনির রামপ্রসাদ ঋষি ও জয়নাথ ঠাকুরের বিবাদ দীর্ঘদিনের। জয়নাথ ঠাকুরের মেয়ে নীলিমা, ফালাকাটা গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী। গতকাল মুদির দোকানে বাজার করতে গিয়েছিল সে। অভিযোগ, ফেরার পথে রামপ্রসাদ ঋষির পরিবারের তিন মহিলা তার পথ আটকায়। তাঁরা নীলিমার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দেয় বলে অভিযোগ।
অগ্নিদগ্ধ নীলিমাকে উদ্ধার করে ফালাকাটা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। অভিযুক্ত, রত্না ঋষি, কর্মা ঋষি ও পিঙ্কি ঋষিকে গ্রেফতার করেছে ফালাকাটা থানার পুলিস। রামপ্রসাদ ঋষি পলাতক।
First Published: Thursday, January 30, 2014, 20:23