Last Updated: February 14, 2012 18:18

প্রেমে ব্যর্থ হয়ে হাওড়ার বঙ্কিম সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক তরুণী। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বন্ধুর বাড়ি যাবেন বলে মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী স্বাতী দত্ত। দুপুর ১টা নাগাদ হাওড়ার বঙ্কিম সেতু থেকে ঝাঁপ দেন তিনি। হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্লাটফর্মে স্বাতীকে পড়ে থাকতে দেখে স্টেশনের থাকা যাত্রীরা খবর দেয় আরপিএফ ও জিআরপিকে। আশঙ্কাজনক অবস্থায়স্বাতীকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্বাতীর কাছে থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তবে ওই নোটে কাউকে দায়ী করা হয়নি। স্বাতীর পরিবারের দাবি, প্রেমে ব্যর্থ হয়েই আত্মহত্যার চেষ্টা করেছেন স্বাতী। বেশ কিছুদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর চিকিত্সা চলছিল বলেও জানা গিয়েছে।
First Published: Tuesday, February 14, 2012, 18:18