গণধর্ষণের অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী

গণধর্ষণের অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী

গণধর্ষণের অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতীগণধর্ষণের অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হল এক কিশোরী। এই ঘটনা হরিয়ানার জিন্দ জেলার। এই নিয়ে একমাসে দশ দশটি ধর্ষণের ঘটনা ঘটল হরিয়ানায়। মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা অবশ্য অপরাধীদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন। কিন্তু আত্মঘাতী কিশোরী সত্যিই ন্যায়বিচার পাবে কিনা, অপরাধকারীদের সত্যিই শাস্তি হবে কিনা, সে প্রশ্ন থাকছেই।  

গত এক মাসে একের পর এক ধর্ষণের ঘটনা শিরোনামে তুলে এনেছে হরিয়ানাকে। বেশিরভাগ ক্ষেত্রেই আত্রান্ত কিশোরীরা। সোনিপাত থেকে রোহতাক-- জেলায় জেলায় একই ছবি ধরা পড়ছে। সাম্প্রতিকতম সংযোজন জিন্দ জেলার একটি গ্রামে এক ষোলো বছরের কিশোরীর গণধর্ষণের ঘটনা। প্রতিবেশী এক যুবক তার বাড়িতে টেনে গিয়েছিল ওই কিশোরীকে। ওই যুবক ছাড়াও এই ঘটনায় অভিযুক্ত এক পুলিস কর্মী সহ আরও কয়েকজন। ঘটনার পর অপমানে নিজের বাড়িতে ফিরে গায়ে আগুন দেয় দলিত পরিবারের মেয়েটি।       
 
মুখ্যমন্ত্রীর আশ্বাস, দোষীরা অবশ্যই শাস্তি পাবে। তবে এই আশ্বাসের পরও নিরাপত্তা নিয়ে উদ্বেগ-আশঙ্কা কমেনি মহিলাদের। এব্যাপারে পুলিস-প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত বলে তাঁদের মত।  
 

First Published: Monday, October 8, 2012, 11:06


comments powered by Disqus