Last Updated: January 6, 2013 13:25

তেইশ বছরের তরুণীর মৃত্যুতেও বদলাল না রাতের রাজধানীর নিরাপত্তাহীনতার ছবিটা। দেশ জোড়া প্রতিবাদও ইতি টানতে পারল না ধর্ষকের বিকৃত মানসিকতার। বাড়ি ফেরার পথে ফের ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নয়ডার চটপুর কলোনিতে। একুশ বছরের ওই তরুণীর বাড়ির কাছেই। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিস।
অভিযুক্তদের জেরা করা হচ্ছে। পুলিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাত নটা নাগাদ কয়েকজন মহিলা সহকর্মীর সঙ্গে কর্মক্ষেত্র থেকে বেরোন ওই তরুণী। কলোনির কাছাকাছি এসে বাকিরা যে যার গন্তব্যে চলে যান। বাড়ির উদ্দেশে রওনা দেন তরুণী। দশটা বেজে যাওয়ার পরও মেয়ে ফিরছে না দেখে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, পুলিসকে ঘটনাটি জানানো হলেও কোনও উদ্যোগ নেয়নি পুলিস। এমনকি নিখোঁজ ডায়েরি নিতেও পুলিস অস্বীকার করে বলে অভিযোগ। শনিবার সকালে পুস্তা এলাকা থেকে উদ্ধার হয় তরুণীর মৃতদেহ। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ধৃতদের বিরুদ্ধে ৩০২, ৩৭৬ এবং ২০১ ধারায় মামলা দায়ের করেছে পুলিস।
First Published: Sunday, January 6, 2013, 13:25