Last Updated: April 25, 2012 14:44

নবম শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার হল সবজি খেত থেকে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের শ্রীনগর উত্তরপাড়া গ্রামে। পুলিসের প্রাথমিক অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই কিশোরীকে। বুধবার সকালে ওই ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।
মঙ্গলবার সন্ধ্যায় খাবার কিনতে বাড়ি থেকে বের হয়েছিল ওই ছাত্রী। এরপর থেকেই তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে, ওই ক্লাসেরই এক ছাত্রী ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বসিরহাট থানার পুলিস। প্রসঙ্গত, মঙ্গবার এক তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে বসিরহাটে।
First Published: Wednesday, April 25, 2012, 14:44