ফেসবুকে `আনফ্রেন্ড` করার `শাস্তি`, বিহারে এক কিশোরীর মুখে ফুটন্ত জল ঢেলে দিল তার একদা বন্ধু কিশোর

ফেসবুকে `আনফ্রেন্ড` করার `শাস্তি`, বিহারে এক কিশোরীর মুখে ফুটন্ত জল ঢেলে দিল তার একদা বন্ধু কিশোর

ফেসবুকে `আনফ্রেন্ড` করার `শাস্তি`, বিহারে এক কিশোরীর মুখে ফুটন্ত জল ঢেলে দিল তার   একদা বন্ধু কিশোর মেয়েটার `অপরাধ` সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সে আর বন্ধুত্ব রাখতে চায়নি ছেলেটির সঙ্গে। `শাস্তি` স্বরূপ মেয়েটির গায়ে ফুটন্ত জল ঢেলে দিল ছেলেটি। সবাইকে বিস্মিত করে এমন মর্মান্তিক ঘটনাই ঘটল বিহারে।

সূত্রে খবর ক্লাস এইটের কিশোরী ফেসবুকে `আনফ্রেন্ড` করে দিয়েছিল ক্লাস নাইনের যুধিষ্ঠির যাদবকে। আর তাতেই রাগের বসে ওই কিশোরীর মুখে ফুটন্ত জল ঢেলে দিল যুধিষ্ঠির।

বুধবার বিহারের কাজিমহম্মদপুর পুলিস স্টেশনের অন্তর্গত গান্নিপুর মহল্লায় এই ঘটনাটি ঘটেছে।

মেয়েটির ডানদিকের গাল সাঙ্ঘাতিকভাবে পুরে গেছে। বর্তমানে ওই কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর মেয়েটি বর্তমানে বিপদমুক্ত। তার অবস্থা স্থিতীশীল।

মেয়েটির গায়ে ফুটন্ত জল ঢেলে দিয়েই পালায় যুধিষ্ঠির। এখনও তার খোঁজ পায়নি পুলিস।

পুলিস সূত্রে খবর, যুধিষ্ঠির ঐ কিশোরীর বাবার কাছে পড়তে যেত। সেখানেই দু`জনের আলাপ ও বন্ধুত্বের সূত্রপাত। এরপর ফেসবুকেও পরস্পপরস্পরের সঙ্গে যোগাযোগ করা শুরু করে।

পরে মেয়েটি কোনও কারণে এই বন্ধুত্ব থেকে বেরিয়ে আসতে চায়। ফেসবুকে যুধিষ্ঠিরকে `আনফ্রেন্ড` করে।

এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ছেলেটি বুধবার সন্ধ্যায় মেয়েটির বাড়ি যায়। সেখানেই মেয়েটির মুখে ফুটন্ত জল ঢেলে পালিয়ে যায় সে।

First Published: Friday, January 3, 2014, 11:01


comments powered by Disqus