Last Updated: November 19, 2013 10:22

বাবার মৃত্যুতে তাঁর অবসরকালীন পাওনার ভাগ মেয়েরাও পাবেন। এমনকী মেয়ের বিয়ে হয়ে গেলেও এর ব্যাতিক্রম হবেনা। একটি মামলার পরিপ্রেক্ষিতে সোমবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
সম্প্রতি দেবযানী রায় নামে এক মহিলা তাঁর বাবার অবসরকালীন পাওনার অংশ চেয়ে হাইকোর্টে আবেদন করেন। বিচারপতির নির্দেশ, বাবার সম্পত্তির পাশাপাশি অবসরকালীন ভাতার ক্ষেত্রেও মেয়েদের সমান অধিকার রয়েছে। মাকে নমিনি করা হলেও মেয়েদেরও সমানভাবে টাকার ভাগ দেওয়া উচিত। এমনটাই মনে করে কলকাতা হাইকোর্ট।
First Published: Tuesday, November 19, 2013, 10:22