Last Updated: July 5, 2012 23:50

জিটিএ নির্বাচনে বিমল গুরুং প্রার্থী হচ্ছেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও মোর্চা সভাপতি নিজেই জানিয়েছেন, নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে অনুমান, তাকদা আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। এই আসন থেকেই ডিজিএইচসির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন বিমল গুরুং।
জিটিএ নির্বাচনের জন্য বৃহস্পতিবার আরও ৩২ টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করল মোর্চা নেতৃত্ব। আগে চারটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল মোর্চা। এই নিয়ে মোট ৩৬টি আসনের তালিকা ঘোষণা করল মোর্চা। ঘোষিত ছত্রিশটি আসনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিনয় তামাং, বিমল গুরুংয়ের স্ত্রী আশা গুরুং। বিনয় তামাং প্রতিদ্বন্দ্বিতা করবেন দার্জিলিংয়ের ডালি আসনে। আশা গুরুং প্রতিদ্বন্দ্বিতা করছেন দার্জিলিং এক আসন থেকে।
৪৫ আসনের জিটিএ নির্বাচনে বাকি ৯ জন প্রার্থীর তালিকা শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছে মোর্চা নেতৃত্ব।
First Published: Thursday, July 5, 2012, 23:52