GJM will give own candidate inderjeeling

ফুটবল আইকনকে সমর্থন নয়, পাহাড়ে নিজেরাই প্রার্থী দেবে মোর্চা

দার্জিলিং কেন্দ্রে বাইচুং ভুটিয়াকে সমর্থন দেবে না গোর্খা জনমুক্তি মোর্চা। ওই কেন্দ্রে মোর্চা নিজেদের প্রার্থী দেবে। আজ মোর্চার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ প্রধান।

দার্জিলিংয়ে এবার তৃণমূলের স্টার প্রার্থী ফুটবলার বাইচুং ভুটিয়া। প্রচারে নেমে পড়েছেন নিজেই। রীতিমতো বাইক নিয়ে মিছিল করে প্রথমদিনের প্রচার সারলেন।

কংগ্রেস এখনও প্রার্থী তালিকা প্রকাশ না করলেও, মুর্শিদাবাদে ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার বহরমপুরে কর্মিসভা নিয়ে ব্যস্ত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বহরমপুরে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের সমর্থনে শুরু হয়ে গেছে দেওয়াল লিখন।

First Published: Friday, March 7, 2014, 12:11


comments powered by Disqus