Goa mao attack

গয়ায় মাওবাদী হানা, মৃত ১

গয়ায়ে ফের বড়সড় মাওবাদী হামলা। গতরাতে গয়ার আমোশ থানায় হামলা চালায় মাওবাদীদের বড় একটি দল। থানায় হামলার সময় মাওবাদী ও পুলিসের গুলির লড়াইয়ে প্রাণ হারান রাজীব দাস নামে এক ব্যক্তি।

ইন্ডিকা গাড়ি করে ওড়িষা থেকে ওরাঙাবাদ যাচ্ছিলেন তিনি। মাওবাদীরা জিটি রোডের দু প্রান্তে অবরোধ গড়ে তোলে। থানায় আসার সমস্ত লিঙ্ক রোড বন্ধ করে দেয়। রাত দুটো পর্যন্ত টানা দুঘণ্টা গুলির লড়াই চলে পুলিস ও মাওবাদীদের মধ্যে। একটি ট্রাকও জ্বালিয়ে দিয়েছে মাওবাদীরা। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে এলে মাওবাদীরা পিছু হটে।

First Published: Sunday, February 23, 2014, 11:44


comments powered by Disqus