আজ ফের দমদম বিমানবন্দরে সোনা উদ্ধার, এবার সোনার বিস্কুট মিলল পকেটে

আজ ফের দমদম বিমানবন্দরে সোনা উদ্ধার, এবার সোনার বিস্কুট মিলল পকেটে

আজ ফের দমদম বিমানবন্দরে সোনা উদ্ধার, এবার সোনার বিস্কুট মিলল পকেটেকাল উদ্ধার হয়েছিল সোনার গয়না। আজ হল সোনার বিস্কুট। দমদম বিমানবন্দরে ফের উদ্ধার সোনা। আজ সকালে দমদম বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে ওই সোনার বিস্কুট। ব্যাঙ্কক থেকে আসা ওই দুই যাত্রীর আচরণে প্রথম সন্দেহ হয় শুল্ক দফতরের আধিকারিকদের। বিমানবন্দর থেকে বেরোনর সময় তাঁদের আটকে দেওয়া হয়। তল্লাসি চালানোর সময় তাঁদের মোবাইলগুলি দিতে বলা হলে ইতস্তত করতে থাকেন ওই দুই ব্যক্তি।

শুল্ক দফতরের আধিকারিকরা মোবাইল কেড়ে নিয়ে দেখেন তার মধ্যে ব্যাটারির জায়গায় সোনার বিস্কুট লুকিয়ে রাখা হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় চার কেজি দুশো গ্রাম ওজনের সোনার বিস্কুট। গতকালও ব্যাঙ্কক থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে প্রায় ৮০০ গ্রাম সোনার গয়না উদ্ধার করেছিল শুল্ক দফতর।

First Published: Wednesday, January 8, 2014, 12:15


comments powered by Disqus