Last Updated: February 21, 2013 12:03

সাত মাসের মধ্যে রেকর্ড নিচে নামল সোনার দাম। বিদেশি বাজারে দাম কমার সঙ্গে সঙ্গেই ০.৯ শতাংশ কমল সোনার দাম।
বৃহস্পতিবার ১০টা বেজে ৮ মিনিটে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম প্রতি ১০ গ্রামে ২৯ হাজার ৩০৭ টাকা। ২০১২-র জুলাই ২৩-এ সর্বশেষ সোনার দাম হয়েছিল প্রতি ১০ গ্রামে ২৯, ৩০৫ টাকা।
আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করতে নেওয়া একাধিক পদক্ষেপের ফলে বিশ্ব বাজারে সোনার দাম কমেছে। তবে পর পর তিন দফায় সোনার দাম কমার পর ফেডারেল রিজার্ভ পদক্ষেপগুলি পুনর্বিবেচনা করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
চলতি আর্থিক বছরে সোনার উপর আমদানি শুল্ক ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করে।
First Published: Thursday, February 21, 2013, 12:03