Last Updated: November 27, 2012 10:05

বিয়ের মরশুমে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাজ ফেলে ফের বাড়ল সোনার দাম। এই দাম বাড়ার ফলে বর্তমানে প্রতি দশ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৩২ হাজার ৯৫০ টাকা। যা এপর্যন্ত সোনার দাম বৃদ্ধির ক্ষেত্রে সবথেকে বেশি।
কলকাতায় সোনার দাম বৃদ্ধি পেয়েছে প্রতি দশ গ্রামে ১৭০ টাকা। ফলে নতুন দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার টাকা।
বিশেষজ্ঞদের মতে ঘরোয়া বাজারে ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়াতেই সোনার এই মূল্যবৃদ্ধি। এদিন শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় প্রতি এক ডলারের তুলনায় টাকার দাম পড়েছে ২২ পয়সা। ফলে বর্তমানে প্রতি ডলার পিছু টাকার অঙ্ক দাঁড়াচ্ছে ৫৫ টাকা ৭৩ পয়সা।
First Published: Tuesday, November 27, 2012, 10:05