Last Updated: November 19, 2013 10:59

কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হল চব্বিশ কেজি সোনা। গতকাল গভীর রাতে ঢাকাগামী একটি বিমানের বাথরুমের ভিতর একটি প্যাকেট পড়ে থাকতে দেখেন সাফাই কর্মীরা। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। এরপরই পরীক্ষা করে দেখা যায় প্যাকেটের ভিতর রয়েছে প্রায় সাত কোটি টাকা মূল্যের সোনা। কী ভাবে বিমানবন্দরের মধ্যে এত সোনা এল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে এখন বিভিন্ন অত্যাধুনিক কায়দায় সোনা পাচার চলছে। দমদম বিমানবন্দরও এর ব্যতিক্রম নয়। তাই বিমানবন্দরের ভিতর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কয়েক মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে যে কায়দায় সোনা পাচারের ঘটনা ঘটেছে যা শুনলে অবাক হতে হয়।
First Published: Tuesday, November 19, 2013, 12:10