Gold recovered from trinamool leader

বসিরহাটে তৃণমূল নেতার কাছ থেকে উদ্ধার ৪৫ কেজি সোনা

বসিরহাটে তৃণমূল নেতার কাছ থেকে উদ্ধার ৪৫ কেজি সোনাবসিরহাটের এক তৃণমূল নেতার কাছ থেকে উদ্ধার হল ৪৫ কেজি সোনা। ধৃত তৃণমূল নেতার নাম আব্দুল বারিক বিশ্বাস। তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় শুল্ক দফতরের গোয়েন্দারা। গ্রেফতার হয়েছে তার গাড়ির চালক মোকসাদ মণ্ডলও। বসিরহাটের সংগ্রামপুরের বাসিন্দা আব্দুল বারিক গরুপাচারকারী চক্র চালান বলেও এলাকায় অভিযোগ রয়েছে। তৃণমূলের বিভিন্ন সভা সমাবেশে নিয়মিত দেখা যায় আব্দুল বারিক বিশ্বাসকে। ধৃত দুজনকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছে।

ভিডিওতে দেখুন

First Published: Monday, March 10, 2014, 13:31


comments powered by Disqus