হ্যাপি আর্থ ডে, জানাচ্ছে গুগল ডুডল

হ্যাপি আর্থ ডে, জানাচ্ছে গুগল ডুডল

হ্যাপি আর্থ ডে, জানাচ্ছে গুগল ডুডলওয়ার্ল্ড আর্থ ডে উদযাপন করতে অ্যানিমেটেড ডুডল গুগলের। আজ গুগলের পাতায় ইউজারদের স্বাগত জানাচ্ছে রুফাস হামিংবার্ড, জাপানিস ম্যাকাও, ভেইলড ক্যামেলিয়ন, মুন জেলিফিস, পাফার ফিস ও ডাঙ্গ বিটল।

প্রথম ডুডলে দেখা যাচ্ছে ডান ঝাপটাতে ঝাপটাতে ফুলের মধ্যে বসছে রুফাস হামিংবার্ড। পরের ডুডল একসঙ্গে পরপর দেখাচ্ছে পাঁচটি প্রাণীকে-ডাঙ্গ বিটল, ভেইলড ক্যামেলিয়ন, জাপানিস ম্যাকাও, মুন জেলিফিস, পাফার ফিস সকলে একে একে জানাচ্ছে আর্থ ডে-র শুভেচ্ছে। ডুডলের তলায় রয়েছে শেয়ার বাটনও। সেখানে ক্লিক করলেই ডুডল শেয়ার হয়ে যাবে টুইটার, ফেসবুক বা গুগল প্লাস পেজে।

১৯৭০ সালে প্রথম আর্থ ডে উদযাপন শুরু হয়। প্রতি বছর বিশ্বের ১৯২টি দেশে পালিত হয় ওয়ার্ল্ড আর্থ ডে।

First Published: Tuesday, April 22, 2014, 10:13


comments powered by Disqus