Last Updated: February 3, 2014 23:38

গোপাল ভাঁড় মানেই হাসির ফোয়ারা। শৈশবে বাংলার এই রসিকের গল্পে বুঁদ হননি এমন সংখ্যা মেলা ভার। কিন্তু কে এই গোপাল ভাঁড়। তিনিই কি শুধুই গল্পের এক চরিত্র? না তার বাস্তব অস্তিত্ব ছিল? এ নিয়ে লেখালেখিও কম হয়নি। আর এসব নিয়েই রহস্যের জাল বুনে বাংলা সাহিত্যে রয়ে গেছেন গোপাল ভাঁড় চরিত্র। সেই গোপাল ভাঁড়কে নিয়েই বইমেলায় গবেষণাধর্মী বই প্রকাশ করলেন সাংবাদিক সুজিত রায়। বইয়ের নাম গোপাল ভাঁড়ের সন্ধানে।
গোপাল ভাঁড়ের বংশধররা আজও বেঁচে আছেন। খোদ কলকাতাতেই থাকেন তারা। কিন্তু গোপাল ভাঁড়ের বাড়ি? তাও খুঁজে বের করেছেন লেখক। বিদুষক গোপাল ভাঁড়। যার কাজ রাজার মনোরঞ্জন। লেখক কিন্তু বলছেন এসময়ের ম্যানেজমেন্ট গুরু হওয়ার ক্ষমতা ছিল রসিক মানুষটার।
First Published: Monday, February 3, 2014, 23:38