Last Updated: March 25, 2013 10:06

ডুয়ার্সে মোর্চা বনাম তৃণমূল কংগ্রেস দ্বৈরথ এখন প্রকাশ্যে। উইলসন চম্পামারির দলবদল কার্যত আগুনে ঘৃতাহুতির কাজ করেছে। তৃণমূলের বিরুদ্ধে দলে ফাটল ধরানোর অভিযোগে সরব মোর্চা নেতৃত্ব। শাসক দলের উদ্দেশ্যে তাঁরা ছুঁড়ে দিয়েছেন পাল্টা চ্যালেঞ্জ।
ক্ষোভের এই সুরই এখন শোনা যাচ্ছে মোর্চা নেতাদের গলায়। কালচিনির বিধায়ক উইলসন চম্পামারি তৃণমূলে যোগ দেওয়ার পর ডুয়ার্সের রাজনীতির ছবি এখন আরও জটিল হয়ে উঠেছে।
মোর্চার সমর্থন নিয়ে নির্দল প্রার্থী হিসেবে কালচিনি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন উইলসন চম্পামারি। তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের কথাতেই তিনি যে শাসক দলে যোগ দিয়েছেন সেকথা জানিয়েছেন তাঁর বাবা সুবিন চম্পামারি। তিনি নিজেও তৃণমূল কংগ্রেসের নেতা এবং কালচিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। ঘর ভাঙার খেলা খেলছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই অভিযোগের পাশাপাশি মোর্চা নেতাদের হুঁশিয়ারি,পঞ্চায়েত নির্বাচনে এর ফল ভুগতে হবে তৃণমূলকে।
উইলসন চম্পামারির তৃণমূলে যোগ দেওয়া আদতে কি দলের কাছে লাভজনক হবে? নাকি সত্যি হবে মোর্চার হুমকি? এই প্রশ্নেই এখন সরগরম ডুয়ার্স।
First Published: Monday, March 25, 2013, 10:06