জিটিএ নয় গোর্খাল্যান্ডই লক্ষ্য, ফেসবুকে ইজহার গুরুংয়ের

জিটিএ নয় গোর্খাল্যান্ডই লক্ষ্য, ফেসবুকে ইজহার গুরুংয়ের

জিটিএ নয় গোর্খাল্যান্ডই লক্ষ্য, ফেসবুকে ইজহার গুরুংয়েরআজ দিনের শেষপর্বে ফের সুর চড়ালেন মোর্চা সভাপতি। বললেন, জিটিএ-তে ফেরার প্রশ্নই নেই। তাঁদের চূড়ান্ত লক্ষ্য গোর্খাল্যান্ড। এবার সেটা তাঁরা অর্জন করবেন।
সোমবার মোর্চার তরফে জোড়া ঘোষণায় যেন সুর নরমের ইঙ্গিত। তাতে পাহাড়ের আমজনতার অজস্র প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোর্চা নেতৃত্বকে। ক্ষোভের পাহাড় জমছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মোর্চা সভাপতির অফিসিয়াল পেজে। তাতে খানিকটা যেন দিশেহারা মোর্চা।

ঘরের ক্ষোভ সামলাতে মঙ্গলবার মোর্চা সভাপতি তাঁর অফিসিয়াল পেজে লিখলেন, ১৯ তারিখ থেকে শান্তিপূর্ণ আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি চলবে। জিটিএ নিয়ে পাহাড়ের মানুষের মত জানতে চেয়ে মোর্চা সভাপতি প্রশ্ন করেন, জিটিএ প্রধান হিসাবে রাজ্যের প্রশাসক, না মোর্চার কোনও প্রতিনিধি---কাকে চান?

সোশ্যাল সাইটে পাহাড়ের মানুষের মন্তব্য, দিনভর জনতা কারফিউয়ের সাড়া, স্বরাষ্ট্রসচিবের কড়া হওয়ার নির্দেশ---মোর্চার কাছে স্পষ্ট বার্তা গেল, কড়া অবস্থান না নিলে অস্তিত্বের সঙ্কট দেখা দিতে পারে। রাতে মোর্চা সভাপতি সোশ্যাল সাইটে তাঁর অফিসিয়াল পেজে লিখলেন, জিটিএ-তে ফেরার প্রশ্নই নেই। গোর্খাল্যান্ডই আমাদের একমাত্র লক্ষ্য। এবার আমরা তা অর্জন করবই।





First Published: Tuesday, August 13, 2013, 21:04


comments powered by Disqus