ঘরের ভিতর জনতা আন্দোলন শুরুর আগে শনিবার পাহাড়ে বেনজির কর্মচাঞ্চল্য

ঘরের ভিতর জনতা আন্দোলন শুরুর আগে শনিবার পাহাড়ে বেনজির কর্মচাঞ্চল্য

ঘরের ভিতর জনতা আন্দোলন শুরুর আগে শনিবার পাহাড়ে বেনজির কর্মচাঞ্চল্যঘরের ভিতরে জনতা আন্দোলনের নামে সোমবার থেকে পাঁচদিন, কার্যত পাহাড় বনধেরই ডাক দিয়েছে গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটি। বনধের আগে, শেষ কর্মদিবস শনিবার পাহাড়ে দেখা গেল বেনজির কর্মচঞ্চলতা। বনধ, জনতা কারফিউ ও স্বাধীনতা দিবসের ছুটির পর গতকালই পাহাড়ে খুলেছিল দোকানপাট। তবে দীর্ঘদিন বনধের পর বাজার খোলায় বিক্রিবাটা বিশেষ জমেনি।

শনিবার চেনা চেহারায় ফিরল চকবাজার। আরেকটি বনধের আগে ঘরে ঘরে খাদ্যপণ্য জোগারের জন্য দোকানে দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। এটিএমগুলির সামনেও ছিল লম্বা লাইন। স্কুলে যেতে দেখা গেছে পড়ুয়াদেরও। পাশাপাশি, পাহাড়ে প্রশাসনের তরফেও চোখে পড়েছে তত্পরতা। গতকাল রাত থেকে আরও ২৩জন মোর্চা কর্মী সমর্থককে গ্রেফতার করেছে পুলিস।  

First Published: Saturday, August 17, 2013, 15:25


comments powered by Disqus