Goutam Deb asked to visit police station

সারদা মামলায় গৌতম দেবকে ডেকে পাঠাল পুলিস

সারদা মামলায় সিপিআইএম নেতা গৌতম দেবকে ডেকে পাঠাল পুলিস। গতকালই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর ছবি বিক্রি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। রীতিমতো দলিল দেখিয়ে মুখ্যমন্ত্রীর পরিবারের আয়ের উৎস নিয়েও সওয়াল করেছিলেন গৌতম দেব। এরপর রাতে পুলিসের চিঠি নিয়ে সিপিআইএম নেতার বাড়িতে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিস।

চিঠিতে আজ দুপুর দুটোয় বিধাননগরের ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় তাঁকে হাজির হতে বলা হয়েছে। গৌতম দেব জানিয়েছেন, সুদীপ্ত সেনের সঙ্গে তার পরিচয়ই নেই। তাঁর পাল্টা দাবি সারদা কর্তার পাঁচ বছরের কল লিস্ট পরীক্ষা করলেই স্পষ্ট হবে, কতবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তাঁর।

৯৪ বারাসতের একটি ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছিল। সেই ওয়ারেন্ট উঠেছে কিনা সে প্রশ্নও তুলেছেন গৌতম দেব। সারদা কর্তাকে ছবি বিক্রি, মুখ্যমন্ত্রীর পরিবারের আয়ের উত্স নিয়ে প্রশ্ন তোলাতেই কি থানায় হাজিরার নির্দেশ গৌতম দেবকে? এখন সে প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে।


First Published: Wednesday, April 30, 2014, 06:45


comments powered by Disqus