Goutam deb police

কালকের মধ্যে থানার হাজিরার নির্দেশ গৌতম দেবকে

Tag:  Goutam Deb
JUST IN

গৌতম দেবের বাড়িতে পুলিস

বুধবার থানায় হাজিরার নির্দেশ দিল বিধানগর থানার পুলিস

বাড়িতে চিঠি নিয়ে হাজির পুলিস

নির্দেশ দিল বিধাননগর থানা

`পুলিসকে ব্যবহার করছে সরকার`

প্রতিক্রিয়া গৌতম দেবের

-----------


মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি ২০ কোটির, ভোটের আগে বোমা ফাটালেন গৌতম দেব

গত কয়েকবছরে মুখ্যমন্ত্রীর পরিবার প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি করেছে। দক্ষিনবঙ্গে ভোট শুরুর কয়েক ঘন্টা আগে এবার রীতিমত দলিল দেখিয়ে এমনই অভিযোগ করলেন সিপিআইএম নেতা গৌতম দেব। কীভাবে মুখ্যমন্ত্রীর পরিবার এত সম্পত্তি করল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সারদার টাকায় মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কেনা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখনই মুখ্যমন্ত্রীর পরিবারের হঠাৎ করে কেনা বিপুল সম্পত্তি নিয়ে এবার সরব হলেন গৌতম দেব। বুধবার এক সাংবাদিক সম্মেলনে প্রায় ১৪ টি দলিল পেশ করে তিনি দাবি করেন গত কয়েকবছরে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় বাস করা তাঁর পরিবারের একাধিক ব্যক্তি প্রায় কুড়ি কোটি টাকার সম্পত্তি কিনেছেন।

আয় না থাকা সত্বেও কিভাবে এই সম্পত্তি তৈরি হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন গৌতম দেব। তবে গৌতম দেবের সাংবাদিক সম্মলেনর কয়েক ঘন্টার মধ্যেই ফিরাদ হাকিমের সোচ্চার দাবি, সম্পত্তি বাড়ানোর সঙ্গে দুর্নীতির যোগ নেই।

সারদা কর্তার কাছে ছবি বিক্রি নিয়ে অভিযোগে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার ওপর সম্পত্তি বিতর্কে এবার সরাসরি আক্রমন না করলেও কার্যত মুখ্যমন্ত্রীর সততাকে নিয়ে সমস্ত জল্পনা ফের উস্কে দিলেন গৌতম দেব।


First Published: Wednesday, April 30, 2014, 00:35


comments powered by Disqus