চিট ফান্ড ব্যবসায় মুখ্যমন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন গৌতম দেবের

চিট ফান্ড ব্যবসায় মুখ্যমন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন গৌতম দেবের

চিট ফান্ড ব্যবসায় মুখ্যমন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন গৌতম দেবের রাজ্যের বৃহত্তম আর্থিক কেলেঙ্কারি নিয়ে সরগরম চারপাশ। সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সারদার এজেন্ট আর আমানতকারীরা। কিন্তু আজ মুখ্যমন্ত্রীর সততা নিয়েই প্রশ্ন তুললেন সিপিআইএম নেতা গৌতম দেব। 

শুধু মুখ্যমন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন তুলেই থেমে থাকেননি প্রাক্তন আবাসনমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তৃণমূল যুবার চেয়ারম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার মাইক্রো ফিনান্সের ব্যবসা নিয়ে তাঁর প্রশ্ন, "এটা লোক ঠকানো চিট ফান্ডের ব্যবসা কি না, তা বলুন মুখ্যমন্ত্রী?"

পাহাড় সফরে গিয়ে চিট ফান্ডের মালিকের সঙ্গে গোপন বৈঠক করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। পানিহাটিতে দলের জনসভায় একথাও বলেন গৌতম দেব।

First Published: Sunday, April 28, 2013, 21:22


comments powered by Disqus