Last Updated: March 26, 2014 21:50
নিজের দলের নেতাদের সমালোচনা করেছেন লক্ষ্মণ শেঠ। ২৪ ঘণ্টার স্টুডিওয় এমনই মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম দেব।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় করেছেন সিপিআইএম নেতা লক্ষ্মণ শেঠ। লক্ষ্ণণ শেঠের এই মন্তব্যের উত্তর দিয়েছেন গৌতম দেব। লক্ষ্মণ শেঠের বিরুদ্ধে দলীয় তদন্ত নিয়ে অসন্তুষ্ট তিনি নিজেই। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন লক্ষ্মণ শেঠ। দল সম্পত্তি নিয়ে খোঁজখবর নেওয়ায় লক্ষ্ণণ শেঠ কেন অসন্তুষ্ট হচ্ছেন চব্বিশ ঘণ্টার স্টুডিওয় তানিয়েই প্রশ্ন তুললেন গৌতম দেব।
-----------------------------------------
২৪ ঘণ্টার স্টুডিও ঠিক কী কী বললেন গৌতম দেব, এক ঝলকে-
লোকসভা ভোটে হারবে তৃণমূল
অভাবনীয় পরাজয় হবে তাঁদের
বামেদের প্রকল্প রূপায়িত হলে ৩ বছরে ৩ লক্ষ চাকরি হত
দাবি গৌতম দেবের
বাংলাদেশের বিরুদ্ধে হুঙ্কার কেন মুখ্যমন্ত্রীর?
বাংলাদেশের সঙ্গে চুক্তি আটকানোর চেষ্টা চলছে
আমরা বিজেপির সঙ্গে যাব না
মমতা ব্যানার্জি সংখ্যালঘু ভোট মাথায় রাখছেন
তাই বিজেপির বিরোধিতা করছেন তিনি
কং-বিজেপি-সিপিআইএমের আতাঁত অভিযোগ করেছেন মমতা ব্যানার্জি
মমতা ব্যানার্জি এখন একা কেন
তাঁকেই এর উত্তর দিতে হবে
তৃণমূল ছাড়া সরকার হবে না
বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়
কাকে কিং মেকার করবেন তিনি?
বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী
এতে বরফ গলাছে না
মমতা ব্যনার্জি তৃণমূলের সম্পত্তি
একইসঙ্গে তিনি দলের দায়ও বটে
মমতা বন্দ্যোপাধ্যায় জনসমর্থন হারাচ্ছেন
বামেরা বারবার বিজেপির বিরুদ্ধে
সংখ্যালঘুরা তৃণমূলকে চাইছেন না
মমতা বন্দ্যোপধ্যায় একথা বুঝবেন
তাই বিজপির সমালোচনা করছেন
সংখ্যালঘুদের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী
বলছেন ১০০% কাজ করে দিয়েছি
সংখ্যালঘুরা ভালভাবে নিচ্ছেন না
তৃণমূল তাঁদের প্রতারিত করছে
বললেন গৌতম দেব
এসবের ফলে ভোট কমছে
বহু মানুষ সিপিআইএমকে ভোট দেন
তাঁরা এবার ভোট দেননি
তাঁরা তৃণমূলকেও ভোট দেননি
তাঁদের ফেরানোর চেষ্টা করছি
First Published: Thursday, March 27, 2014, 20:07