Last Updated: April 27, 2012 22:15

ভাঙড় কলেজের অধ্যাপিকা নিগ্রহের ঘটনায় রাজ্যপালকে স্মারকলিপি দিল ওয়েবকুটা। ঘটনার বিস্তারিত বিবরণ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। গোটা ঘটনায় তাঁর ব্যক্তিগত জীবনকে টেনে আনা হচ্ছে কেন, সেই প্রশ্ন তুলেছেন নিগৃহীতা অধ্যাপিকা দেবযানী দে। রাতে দক্ষিণ চব্বিশ পরগনার পুলিস সুপারের অফিসে আরাবুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ভাঙড় কলেজের ঘটনায় আতঙ্কিত অধ্যাপক অধ্যাপিকারা। নিরাপত্তার অভাব বোধ করছেন তাঁরা। ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়ে শুক্রবার রাজ্যপালের কাছে স্মারকলিপি দিল অধ্যাপকদের সংগঠন ওয়েবকুটা। প্রতিনিধিদলে ছিলেন নিগৃহীতা অধ্যাপিকা দেবযানী দে-ও। ঘটনার বিষয়ে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল এম কে নারায়ণন।
মহাকরণে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় শুক্রবার দেবাশিস ঘোষ নামে জনৈক ব্যক্তিকে দেবযানী দে-র ভাড়াটিয়া বলে পরিচয় দেন। এবং দেবযানী দের বিরুদ্ধে ভাড়াটিয়াকে হেনস্থার অভিযোগও আনা হয়। গোটা ঘটনায় বিব্রত দেবযানী দে। রাজভবন থেকে বেরিয়ে সেকথা বলতে গিয়ে ধরে আসে নিগৃহীতা অধ্যাপিকার গলা।
এরপর রাতেই দক্ষিণ চব্বিশ পরগনার পুলিস সুপারের অফিসে আরাবুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন দেবযানী দে।
First Published: Friday, April 27, 2012, 22:15