Last Updated: April 12, 2013 11:49

হামলার দু`দিন পর আজ পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য এম কে নারায়ণন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। বিকেল সাড়ে চারটে নাগাদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পাশাপাশি ছাত্র ছাত্রীদের সঙ্গে ওপেন সেশনে কথা বলবেন তিনি। এর আগে গতকালই তিনি বুধবারের হামলার নিন্দা করে সাংবাদিকদের বলেন, `হামলাকারীদের অপরাধী হিসেবেই গণ্য করা উচিৎ।`
বুধবারের হামলার প্রতিবাদে গতকাল প্রেসিডেন্সি থেকে যে প্রতিবাদ মিছিল হয় সেখান থেকে ১৯ সদস্যের এক প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে দেখা করেন। নিরাপত্তার দাবি নিয়ে একটি স্মারকলিপিও পেশ করেন তাঁরা। রাজভবন সূত্রে খবর, তখনই রাজ্যপাল বিশ্ববিদ্যালয় যাওয়ার কথা বলেন।
আজ তিনটে নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যপাল। তারপরই চারটে নাগাদ প্রেসিডেন্সিতে আসবেন এম কে নারায়ণন।
First Published: Friday, April 12, 2013, 11:49