পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী জট কাটাতে ময়দানে রাজ্যপাল

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী জট কাটাতে ময়দানে রাজ্যপাল

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী জট কাটাতে ময়দানে রাজ্যপালঅবশেষে কেন্দ্রীয় বাহিনী নিয়ে জট কাটাতে উদ্যোগী হলেন রাজ্যপাল এম কে নারায়ণন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাজ্যপাল। তিনি জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দের সঙ্গে কথা হয়েছে তাঁর।

রাজ্য যেন বাহিনী চেয়ে নতুন করে কেন্দ্র করে চিঠি দেয়। রাজ্যের চাহিদা মত বাহিনী কেন্দ্র দেবে বলেও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন নারায়ণন।  কমিশন ভোটের দফা বাড়াতে বললেও যেন রাজ্য রাজি হয়, সেবিষয়েও মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়েছেন তিনি।
  

First Published: Tuesday, June 18, 2013, 13:52


comments powered by Disqus