Last Updated: February 2, 2012 18:49

বুধবারই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাকি চারটি পরিবহণ নিগমের বকেয়া বেতন আগামী দু-একদিনের মধ্যেই মিটিয়ে দেওয়া হবে বলে বৃহস্পতিবার মহাকরণে জানালেন পরিবহণমন্ত্রী মদন মিত্র।
৫টি নিগমকর্তাদের সঙ্গে বৈঠকের পর পরিবহণ ক্ষেত্রে আয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি বাসে স্পেশাল চেকিং অভিযান শুরু হবে। তবে চেকিং-এর দায়িত্ব নিগমগুলির উপর থাকবে না বলে জানিয়েছেন তিনি। তবে বৃহস্পতিবারের বৈঠকে চারটি নিগমের কর্তারা তাদের স্টেটাস রিপোর্ট জমা দেননি। আগামী ৪ ফেব্রুয়ারি দুর্গাপুর ডিপো থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন ডিপোগুলি ঘুরে দেখবেন পরিবহণমন্ত্রী।
First Published: Thursday, February 2, 2012, 18:51