Last Updated: February 7, 2014 21:17

ন্যূনতম মজুরির থেকেও কম ভাতায় নজিরবিহীনভাবে এবার সিভিক পুলিস নিয়োগ করছে রাজ্য সরকার। রাজ্যের সব জেলায় এবং পাঁচটি পুলিস কমিশনারেটে মোট ১ লক্ষ৩০হাজার সিভিক পুলিস নিয়োগ করছে সরকার। এই সব কর্মীদের একশো কুড়ি দিনের জন্য নিয়োগ করা হবে। তবে কাউকেই মাসে কুড়ি দিনের বেশি কাজ দেওয়া হবে না। প্রতিদিনের ভাতা হিসাবে এঁরা পাবেন একশো একচল্লিস টাকা একাশি পয়সা।
স্বরাষ্ট্র দফতরের এক নির্দেশিকায় জানোন হয়েছে, একশো কুড়ি দিনের জন্য এক লক্ষ তিরিশ হাজার কর্মী নিয়োগ করা হবে। আপাতত ছ মাসের জন্য এই নিয়োগ। প্রত্যেকেই মাসে কুড়ি দিনের বেশি কাজ পাবেন না। ছ মাস পর এই কর্মীদের ভবিষ্যত কী, তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারছেন না অর্থ দফতরের বিশেষ সচিব। এক লক্ষ তিরিশ হাজার কর্মী নিয়োগের জন্য রাজ্য পুলিসের বাজেট থেকে দুশো একুশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
তবে যেভাবে ন্যূনতম মজুরির থেকেও কম ভাতায় পুলিসে নিয়োগ করা হচ্ছে, তার সমালোচনা করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। তিনি বলেন, বাম আমলেই প্রথম গ্রিন পুলিস নিয়োগ করা হয়। কিন্তু সে সময় ন্যূনতম মজুরির হারে তাঁদের ভাতা দেওয়া হয়। একটানা দশ বছর যাঁরা কাজ করেছেন তাঁদের স্থানীয় পদে নিয়োগ করা হয়। রাজ্য সরকারের শ্রম দফতর নতুন যে ন্যূনতম মজুরি ঘোষণা করেছে, তাতে অদক্ষ মজুরদের জন্য ভিন্ন ভিন্ন ক্ষেত্রে পৃথক মজুরি ধার্য করা হয়েছে। সিভিক পুলিসদের জন্য সরকার দৈনিক যে মজুরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তা সমস্ত ক্ষেত্রের ন্যূনতম মজুরির তুলনায় অন্তত বাহান্ন থেকে নব্বই টাকা কম।
বিভিন্ন ক্ষেত্রে যুক্ত শ্রমিকদের জন্য সরকার ঘোষিত ন্যূনতম মজুরি:
কৃষি, বিড়ি, মত্স্যশিল্প, সিঙ্কোনা চাষে ১৯৩ টাকা
বেকারি, সেরামিক, হোসিয়ারি শিল্পে ২৩১ টাকা
ইট শিল্পে ১৮২ টাকা
কাচ শিল্পে ১৮৮ টাকা
সিভিক পুলিস কর্মী ১৪১ টাকা ৮১ পয়সা।
First Published: Friday, February 7, 2014, 21:19