Last Updated: April 1, 2014 20:44
দেশজুড়ে চিটফান্ড দুর্নীতি তদন্তে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। এই মর্মে সুপ্রিম কোর্টে আজ একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে তৎপর নয় কেন্দ্র। কাঠগড়ায় তোলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক, সেবি, ইডি ও কোম্পানি বিষয়ক মন্ত্রককেও। দু`সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
পশ্চিমবঙ্গে সারদা কেলেঙ্কারি সামনে আসার পর দেশের চোরাগোপ্তা চিটফান্ড গুলির বারবারন্তের কথা সামনে চলে আসে। রাজ্যের বহু মানুষ প্রতারণার শিকার হুওয়ার পরো টনক নড়েনি সেবির মতো সংস্থাগুলির বলছে শীর্ষ আদালত।
First Published: Tuesday, April 1, 2014, 20:44