আমরি কাণ্ডে ক্ষতিপূরণ দেওয়া শুরু করল রাজ্য সরকার, Government starts giving cheques to AMRI victims

আমরি কাণ্ডে ক্ষতিপূরণ দেওয়া শুরু করল রাজ্য সরকার

আমরি কাণ্ডে ক্ষতিপূরণ দেওয়া শুরু করল রাজ্য সরকারঢাকুরিয়ার আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় এক মাস পর ক্ষতিপূরণের চেক বিলি শুরু করল রাজ্য সরকার। সোমবার সকালে প্রথম দফায় তিরিশজনকে ডাকা হয় লালবাজারে। সেখানে কাগজপত্র পরীক্ষার পর ঊনত্রিশ জনের হাতে তুলে দেওয়া হয় ক্ষতিপূরণের চেক। কাগজপত্রে ত্রুটি থাকার জন্য এদিন একজন চেক পাননি। স্বজনহারাদের মধ্যে অনেকেই  রাজ্য সরকারের দেওয়া তিনলক্ষ টাকার চেক নিলেও আমরি কর্তৃপক্ষের দেওয়া ক্ষতিপূরণ নেবেন না বলে জানিয়েছেন। সেইসঙ্গেই সরকারের দেওয়া ক্ষতিপূরণের অর্থ দিয়ে আমরি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন তাঁরা।  
 






First Published: Monday, January 2, 2012, 14:58


comments powered by Disqus