Last Updated: February 14, 2013 20:47

গার্ডেনরিচ কাণ্ড নিয়ে ফের সরকারের অস্বস্তি বাড়ালেন রাজ্যপাল। নগরপালের অপসারণ প্রসঙ্গে আজ তিনি বলেন, গত কয়েকদিনের ঘটনার প্রেক্ষিতে নগরপালকে সরানো হয়ে থাকলে, তা ভুল হয়েছে।
বর্তমান শাসকদল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকারে এসেছে। সরকার চালানোর ক্ষমতা আছে কি না, সেটা তাদেরই প্রমাণ করতে হবে। গার্ডেনরিচ কাণ্ড নিয়ে গত কয়েকদিনের ঘটনার প্রেক্ষিতে আজ এই মন্তব্য করেন রাজ্যপাল এম কে নারায়ণন।
দেখুন রাজ্যপাল ঠিক কী বললেনপড়ুন এর আগে কী বলেছিলেন রাজ্যপাল"অভিযুক্তকে আড়াল করা মন্ত্রীর কাজের মধ্যে পড়ে না।" এর আগে গার্ডেনরিচ কাণ্ডে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ভূমিকার তীব্র সমালোচনা করে এ কথাই বলে ছিলেন রাজ্যপাল এম কে নারায়ণন। আজ নিহত এসআই তাপস চৌধুরীর বাড়িতে গিয়ে সাংবাদিকদের কাছে রাজ্যপাল বলেন, "এফ আইআরএ আরও নাম থাকলে তদন্তকারী দলের হেফাহাজতেই থাকা উচিত অভিযুক্তের। ফিরহাদ হাকিম প্রসঙ্গে বলি, অভিযুক্তকে আড়াল করা তাঁর কাজের মধ্যে পড়ে না, অন্তত আমি সেভাবেই দেখি।"
গার্ডেনরিচের ঘটনাপ্রবাহ বলছে, পুরো ঘটনার পিছনে ছিল ১৫ নম্বর বরো কমিটির চেয়ারম্যান মহম্মদ ইকবাল ওরফে মুন্নার প্ররোচনা। অথচ প্রথম থেকেই তাঁকে বারবার আড়াল করছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মুন্নার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তবু বুধবার মহাকরণে পুরমন্ত্রী বললেন, ঘটনায় মুন্না জড়িত তা তিনি বিশ্বাসই করেন না।
First Published: Thursday, February 14, 2013, 22:56