বিরোধ মেটাতে সক্রিয় রাজ্যপাল

বিরোধ মেটাতে সক্রিয় রাজ্যপাল

বিরোধ মেটাতে সক্রিয় রাজ্যপালপঞ্চায়েত ভোট নিয়ে সরকার ও কমিশনের বিরোধ মেটাতে সক্রিয় হলেন রাজ্যপাল। আজ রাজভবনে মুখ্যসচিবকে তলব করেন তিনি। রাজ্যপালের তলব পেয়ে সন্ধে ছটা উনিশে রাজভবনে গিয়েছেন মুখ্যসচিব। এর আগে, আজ দুপুর বারোটা নাগাদ রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার। রাজ্যপালের সঙ্গে প্রায় দেড়ঘণ্টা কথা বলেন তিনি। রাজভবন ছেড়ে যাওয়ার আগে মীরা পাণ্ডে বলেন, যা জানানোর রাজ্যপালকে জানিয়েছেন।

First Published: Tuesday, March 26, 2013, 19:12


comments powered by Disqus