আইনশৃঙ্খলা প্রশ্নে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন রাজ্যপাল

আইনশৃঙ্খলা প্রশ্নে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন রাজ্যপাল

আইনশৃঙ্খলা প্রশ্নে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন রাজ্যপালরাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে চিদম্বরমের মন্তব্য ঘিরে বিতর্কে মুখ্যমন্ত্রীর পাশেই দাঁড়ালেন রাজ্যপাল এম কে নারায়ণন। মুখ্যমন্ত্রী গতকালই চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ভুল ও অতিরঞ্জিত বলে বর্ণনা করেছিলেন। তথ্যের উত্‍স জানতে চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজ্যের ওপর চাপ বিস্তার করতেই এক্তিয়ার বহির্ভূতভাবে ওই মন্তব্য করেছেন চিদম্বরম। আর আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, চিদম্বরম ওই তথ্য কোথায় পেলেন তা তাঁকেই জিজ্ঞাসা করা উচিত।

এর পাশপাশি মাওবাদী দমনে সাফল্য মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মুকুটে নতুন পালক যোগ করেছে বলেও মন্তব্য করেন রাজ্যপাল। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীর উদ্বেগজনক বলে গত বৃহস্পতিবার মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে যেহারে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা বেড়ে চলেছে, তা কখনই সুস্থ গণতন্ত্রের পরিচয় নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি।

First Published: Saturday, July 7, 2012, 22:55


comments powered by Disqus