Last Updated: January 30, 2014 11:38

আজ মহাত্মা গান্ধীর তিরোধান দিবস। বারাকপুরের গান্ধীঘাটে অনুষ্ঠান হল। কিন্তু রাজ্যের কোনও মন্ত্রী উপস্থিত না থাকালেন না। বারাকপুরের গান্ধীঘাটে রাজ্যের কোনও মন্ত্রী না থাকায় ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল এম কে নারায়ণন।
আজ গান্ধীঘাটে গান্ধীস্মরণে যোগ দেন এম কে নারায়ণন। বেড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপালের মন্তব্য, স্মরণ অনুষ্ঠানে রাজ্যের কোনও মন্ত্রী না থাকার বিষয়টি দুঃখজনক।
(বিস্তারিত খবর কিছু পরে)
First Published: Thursday, January 30, 2014, 13:39