Last Updated: November 22, 2011 21:02

লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়ে সরকারের উপর চাপ বাড়াতে সংসদে মুলতুবি প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে বামেরা। বামেদের পাশেই রয়েছে বিজেপিও। বিরোধীদের এই সাঁড়াশি চাপের মধ্যেই আগামিকাল লোকসভায় ভোটাভুটি এড়িয়ে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনায় রাজি হয়েছে সরকার।
বিরোধী ঐক্য ভাঙার কৌশলে মঙ্গলবার দুপুরে বাম নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ও সংসদ বিষয়ক মন্ত্রী পবন কুমার বনসল। তারপরই বিজেপিকে কিছুটা বিচ্ছিন্ন করে বামেদের প্রস্তাব মেনে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনায় রাজি হয় সরকার।এই বৈঠকের আগে মঙ্গলবার লোকসভায় মুদ্রাস্ফীতি নিয়ে লিখিত বিবৃতি পেশ করেন প্রণব মুখোপাধ্যায়। তিনি জানান, আগামী মার্চ মাসের মধ্যে মুদ্রাস্ফীতির হার ৬ থেকে ৭ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করছে সরকার। তবে আগামী এক বছরের মধ্যে যে মূল্যবৃদ্ধি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা আশা নেই সেকথাও কার্যত স্বীকার করে নিয়েছেন তিনি।
মূল্যবৃদ্ধির যাবতীয় দায় আন্তর্জাতিক বাজারের উপর চাপিয়ে দেওয়াকে অবশ্য ভাল চোখে দেখছেন না বিরোধীরা। ইতিমধ্যেই বামেদের তরফে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য সরকারকে ত্রিমুখী ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
First Published: Tuesday, November 22, 2011, 22:47